
আগামী জানুয়ারিতে দেশের বিভিন্ন স্থানে আরও ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করা হবে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এই মসজিদগুলো উদ্বোধন করবেন।
শুক্রবার চট্টগ্রাম জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র পরিদর্শনে এসে এই তথ্য জানান অন্তর্বর্তী সরকারের ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
এর আগে, ধর্ম উপদেষ্টা মারকাজুল হাফেজাত ইন্টারন্যাশনাল মাদ্রাসার আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত হাফেজ ও হাফেজাদের সম্মাননা প্রদান করেন। তিনি বলেন, “বাংলাদেশ কোরআনের উর্বর ভূমি। দেশের হাফেজরা আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছে। এ বছর ১৫ জন, যাঁদের মধ্যে একজন নারীও আছেন, বিভিন্ন আন্তর্জাতিক কোরআন ও কেরাত প্রতিযোগিতায় বিজয়ী হয়ে বাংলাদেশের জন্য গৌরব বয়ে এনেছেন।”
উল্লেখ্য, দেশের সব জেলা ও উপজেলায় মোট ৫৬৪টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের প্রকল্প চলছে। এ পর্যন্ত ৩০০টি মসজিদ উদ্বোধন করা হয়েছে।