
আফগানিস্তানের পাকতিকা প্রদেশে পাকিস্তানের সামরিক বাহিনীর ভয়াবহ বিমান হামলায় নারী ও শিশুসহ কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। ভারতীয় বার্তা সংস্থা এএনআই এবং আফগান সংবাদমাধ্যম খামা প্রেস জানায়, মঙ্গলবার রাতে বারমাল জেলার লামানসহ সাতটি গ্রামে এই হামলা চালানো হয়। এতে একটি পরিবারের পাঁচ সদস্যসহ বহু বেসামরিক লোক হতাহত হয়েছেন। মুর্গ বাজার এলাকার একটি গ্রাম সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।
তালেবানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই হামলার নিন্দা জানিয়ে প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে। তারা বলেছে, “ভূখণ্ড এবং সার্বভৌমত্ব রক্ষা করা আমাদের বৈধ অধিকার।”
অন্যদিকে, পাকিস্তান এখনো আনুষ্ঠানিকভাবে হামলার বিষয়টি নিশ্চিত করেনি। তবে নিরাপত্তা সূত্রের বরাতে দাবি করা হয়েছে, সীমান্তের কাছে তালেবানদের আস্তানায় এই হামলা চালানো হয়েছে।
এই হামলার পর দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা আরও বেড়েছে। পাকিস্তান অভিযোগ করে আসছে, আফগানিস্তানের মাটি ব্যবহার করে পাকিস্তানে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো হচ্ছে। এদিকে, হামলার পর স্থানীয় এলাকাগুলোতে উদ্ধার অভিযান চলছে, তবে হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।
বিশ্লেষকদের মতে, এই হামলা আঞ্চলিক অস্থিরতা আরও বাড়াবে এবং দুই দেশের মধ্যকার সম্পর্ক আরও অবনতির দিকে যেতে পারে।