
ঢাকা: রাজধানীর কাকরাইল মসজিদে সাদপন্থীদের সব ধরনের কার্যক্রম স্থগিত করার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার তাবলিগ জামাত বাংলাদেশের (শুরায়ি নেজাম) মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে কাকরাইল মসজিদে সাদপন্থীদের রাত্রিযাপনসহ সব ধরনের তাবলিগ কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি শুরায়ী নেজামেরও বড় ধরনের জমায়েত না করতে নির্দেশ দেওয়া হয়েছে।
হাবিবুল্লাহ রায়হান বলেন, “স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরিস্থিতি শান্ত রাখতে এ সিদ্ধান্ত নিয়েছে। সাদপন্থীদের কার্যক্রম বন্ধ থাকার পাশাপাশি শুরায়ী নেজামের বড় জমায়েত থেকেও বিরত থাকতে বলা হয়েছে। কেউ এ আদেশ অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
এ বিষয়ে সংশ্লিষ্টরা জানান, তাবলিগ জামাতের দুই পক্ষের মধ্যে চলমান উত্তেজনা ও বিরোধ নিরসনের অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। সাদপন্থীদের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকলেও শান্তি-শৃঙ্খলা রক্ষায় সরকারি মনিটরিং অব্যাহত থাকবে।
উল্লেখ্য, কাকরাইল মসজিদ তাবলিগ জামাতের আন্তর্জাতিক সদর দফতর হিসেবে পরিচিত। দীর্ঘদিন ধরেই সাদপন্থী ও শুরায়ী নিজামের আলেমদের মধ্যে মতবিরোধ চলছিল। সরকারের নির্দেশনা অনুযায়ী, পরিস্থিতি স্থিতিশীল না হওয়া পর্যন্ত এ স্থগিতাদেশ বলবৎ থাকবে।