Search
Close this search box.

চট্টগ্রামের আইনজীবী হত্যাকাণ্ড: প্রধান আসামি চন্দন গ্রেপ্তার

চট্টগ্রাম আদালতের আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার প্রধান আসামি চন্দনকে ভৈরব রেলস্টেশন থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে চট্টগ্রামের কোতোয়ালি থানা ও ভৈরব থানার পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমডি শাহিন নিশ্চিত করেছেন।

 

সাইফুল ইসলাম হত্যাকাণ্ডের দিন আদালত প্রাঙ্গণের সিসিটিভি ফুটেজে দেখা যায়, কমলা রঙের টি-শার্ট ও কালো প্যান্ট পরা এবং মাথায় হেলমেট পরিহিত চন্দন হাতে ছুরি নিয়ে সাইফুলকে কোপাচ্ছেন। হত্যাকাণ্ডের পর থেকেই চন্দন আত্মগোপনে ছিলেন।

 

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম জানিয়েছেন, চন্দনকে চট্টগ্রামে এনে আদালতে সোপর্দ করা হবে।

 

এই গ্রেপ্তারের মধ্য দিয়ে আলোচিত এই হত্যাকাণ্ডের তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি হলো বলে ধারণা করা হচ্ছে।