Search
Close this search box.

পাঠ্যপুস্তক বিতরণে এনসিটিভির দৌড়ঝাঁপ; কর্মকর্তা-কর্মচারীদের সব ছুটি বাতিল

২০২৫ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক নির্ধারিত সময়ে শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়ার লক্ষ্যে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) কর্মকর্তা-কর্মচারীদের সাপ্তাহিকসহ সব ধরনের ছুটি বাতিল করেছে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) এনসিটিবি সচিব শাহ মুহাম্মদ ফিরোজ আল ফেরদৌস স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।

অফিস আদেশে বলা হয়েছে, পাঠ্যবই মুদ্রণ, বাঁধাই এবং সরবরাহের মনিটরিং কার্যক্রম অব্যাহত রয়েছে। জাতীয় এই গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করার জন্য বোর্ডে কর্মরত সব কর্মকর্তা-কর্মচারী (সেসিপ প্রকল্পসহ) ছুটিহীনভাবে কাজ করবেন।

প্রতি বছর ১ জানুয়ারি থেকে ১০ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে পাঠ্যবই বিতরণ করা হয়। তবে এবার রাজনৈতিক অস্থিরতার কারণে সময়মতো বই ছাপার কাজ শুরু হয়নি। এতে বই বিতরণ নিয়ে কিছুটা সংশয় সৃষ্টি হয়েছে।

তবে এনসিটিবি জানাচ্ছে, তারা নির্ধারিত সময়ের মধ্যেই বই বিতরণ সম্পন্ন করতে অঙ্গীকারবদ্ধ। এনসিটিবি চেয়ারম্যান অধ্যাপক ড. এ কে এম রিয়াজুল হাসান বলেন, “দু’মাস ধরে সব ধরনের ছুটি বাতিল করে সবাই একসঙ্গে কাজ করছি। সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা জানুয়ারির মধ্যেই শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দেব।”

তিনি আরও জানান, “আমাদের কর্মীরা সাপ্তাহিক ছুটির দিনেও কাজ করছেন। দিন-রাত অতিরিক্ত সময় দিয়ে কাজ চলছে।” এনসিটিবি কর্মকর্তারা শিক্ষার্থীদের পাঠ্যবই সঠিক সময়ে পৌঁছানোর জন্য দিন-রাত নিরলস পরিশ্রম করছেন।