Search
Close this search box.

বড়লেখায় বিএসএফের গুলিতে চা শ্রমিক নিহত: সীমান্তে উত্তেজনা

মৌলভীবাজারের বড়লেখায় ভারতীয় সীমান্তের জিরো লাইন থেকে গতকাল রোববার (২২ ডিসেম্বর) দুপুরে চা শ্রমিক গোপাল বাগতির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। নিহত গোপাল বাগতি উপজেলার নিউ সমনবাগ চা বাগানের সাবেক ইউপি সদস্য অকিল বাগতির ছেলে।

পরিবারের অভিযোগ, সীমান্তের জিরো লাইনে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাকে গুলি করে হত্যা করেছে। তার সঙ্গে থাকা আরও কয়েকজন শ্রমিক পালিয়ে আসায় প্রাণে রক্ষা পায়।

জানা গেছে, শনিবার সকালে গোপাল বাগতি কয়েকজন শ্রমিকের সঙ্গে বাঁশ সংগ্রহ করতে দুর্গম পাহাড়ে যান। রাতে বাড়ি না ফেরায় স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। রোববার সকালে বিজিবি-৫২ ব্যাটালিয়নের টিলা বিওপি আওতাধীন সীমান্ত পিলার ১৩৯১ ও ১৩৯২-এর মধ্যবর্তী স্থানে একটি লাশের খবর পায়। পরে বিজিবি ও পুলিশ ঘটনাস্থল থেকে গোপালের লাশ উদ্ধার করে।

স্বজনদের দাবি, বিএসএফ তাকে নির্মমভাবে হত্যা করে সীমান্তের জিরো লাইনে লাশ ফেলে গেছে।

বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মেহেদী হাসান বলেন, “সীমান্ত পিলার ১৩৯১/২-এস থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের ভেতরে গোপাল বাগতির লাশ উদ্ধার করা হয়। লাশটি পরিবারের সদস্যরা শনাক্ত করেছে এবং পরে বড়লেখা থানায় সোপর্দ করা হয়েছে।”

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় জনগণ দ্রুত বিচার দাবি করেছে এবং সীমান্তে নিরাপত্তা জোরদারের আহ্বান জানিয়েছে।