Search
Close this search box.

ব্রিগেডিয়ার জেনারেল আজমীর বরখাস্তের আদেশ বাতিল, ভূতাপেক্ষভাবে অকালীন অবসর প্রদান

ঢাকা, ২৭ ডিসেম্বর: ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমীর বরখাস্তের আদেশ বাতিল করে তাকে ভূতাপেক্ষভাবে অকালীন (বাধ্যতামূলক) অবসর প্রদান করা হয়েছে। শুক্রবার বিকেলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আইএসপিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ডিসেম্বর তারিখে জেনারেল আজমীর বরখাস্তের আদেশ প্রমার্জনা করে বরখাস্তের পরিবর্তে ২০০৯ সালের ২৪ জুন থেকে তাকে ভূতাপেক্ষভাবে অকালীন অবসর প্রদান করা হয়। এ আদেশের মাধ্যমে তিনি ২০০৯ সালের ২৪ জুন থেকে প্রযোজ্য সকল প্রকার আর্থিক ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।

এ পদক্ষেপের মাধ্যমে দীর্ঘমেয়াদি একটি প্রশাসনিক সিদ্ধান্ত সংশোধন করা হলো। তবে এ বিষয়ে বিস্তারিত কোনো কারণ জানানো হয়নি।

উল্লেখ্য, ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমী ২০০৯ সালের ২৪ জুন থেকে বরখাস্ত ছিলেন। নতুন এই আদেশ তার সেবার মেয়াদে ইতিবাচক প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে।