Search
Close this search box.

সচিবালয়ে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে পাঁচ মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ নথি

রাজধানীর সচিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচটি মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ নথি পুড়ে গেছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

আসিফ মাহমুদ বলেন, “যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নথি অনলাইনে থাকায় সেগুলো পুনরুদ্ধার সম্ভব হবে। তবে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পুড়ে যাওয়া নথিগুলো তদন্তের মাধ্যমে কী পরিমাণ পুনরুদ্ধার করা যাবে, তা জানা যাবে। সাবেক মুখ্য সচিব তোফাজ্জল হোসেনের পিরোজপুরের একটি প্রকল্পে অর্থ লোপাটের প্রাথমিক প্রমাণের নথিগুলোও এই অগ্নিকাণ্ডে পুড়ে গেছে। তবে পিরোজপুর থেকে সেগুলো উদ্ধারের চেষ্টা চলছে।”

এ সময় পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, “সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনাটি সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। এখানে রাষ্ট্রের নিরাপত্তা এবং গুরুত্বপূর্ণ নথির বিষয় জড়িত। এ কারণে স্বরাষ্ট্র সচিবের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে তিন দিনের মধ্যে প্রাথমিক প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।”

জরুরি ভিত্তিতে গঠিত এই কমিটিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, গৃহায়ন ও গণপূর্ত সচিব, আইজিপি, ফায়ার সার্ভিসের মহাপরিচালক, সশস্ত্র বাহিনীর একজন ফায়ার বিশেষজ্ঞ এবং বুয়েটের তিনজন বিশেষজ্ঞ সদস্য অন্তর্ভুক্ত রয়েছেন।

ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এবং প্রেস সচিব শফিকুল আলম। তারা জানান, ঘটনাটি তদন্তের মাধ্যমে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ বের করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।