পুরো পবিত্র কোরআন শরীফ মুখস্তকরণ এটা ভাগ্যের ব্যাপারে। এটা সবার পক্ষে সম্ভব নয়। পৃথিবীতে অনেকে চেষ্টা করেও হাফেজ হতে পারেননি। আবার কেউ কেউ এক্কেবারে শিশু বয়সেই হাফেজ হয়ে যান। এরকম এক ঘটনা ঘটেছে বর্তমান বিশ্বের সবেচেয়ে মজলুম জনগোষ্ঠী ফিলিস্তিনের এক শিশু। শিশুটি এখনো কথাই বলতে শিখেনি। অথচ বিস্ময়করভাবে কোরআনের হাফেজ হয়ে গিয়েছেন।
জানা যায়, ফিলিস্তিনি শিশু মাজিন হালাস। বয়স মাত্র ৬ বছর। এখনো ঠিকমতো কথা বলাই শিখতে পারেনি, কিন্তু বিস্ময়কর ব্যাপার হলো- এই ক্ষুদে বালকই মাত্র ৮ মাসে পবিত্র কুরআনে কারিম হিফজ সম্পন্ন করেছে।
মঙ্গলবার আলজাজিরা মুবাশির জানায়, শিশু মাজিনের আরবি শেখার হাতেখড়ি তার প্রিয় শায়খ মোহাম্মদ সাবিহের কাছে। এরপর তার হাত ধরেই পর্যায়ক্রমে সে প্রস্তুতি নিয়েছে, তেলাওয়াত শিখেছে এবং সবশেষ পবিত্র কুরআনের হাফেজ হয়েছে।
মাজিন হালাস কুরআন মুখস্থ করেছে একটি মসজিদের হিফজ বিভাগে। সেখানে তার সহপাঠীদের মধ্যে সে ছিল সর্বকনিষ্ঠ। নিজের অসাধারণ তীক্ষ্ম মেধার কারণে খুব সহজেই শায়খের দৃষ্টি কাড়তে সক্ষম হয় মাজিন এবং তার পাশে জায়গা করে নেয়।
আলজাজিরা মুবাশিরের এক প্রতিবেদক মাজিনের সাথে সাক্ষাৎ করে। ওই প্রতিবেদককে সে স্পষ্ট ও শুদ্ধ আরবিতে জানায়, শুরুতে প্রতিদিন সে দৈনিক দুই পৃষ্ঠা করে মুখস্থ করত। এরপর প্রতিটি ধাপেই তার মুখস্থের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। এভাবে মাত্র ৮ মাসেই তার হিফজ সম্পন্ন হয়।
মাজিনের শায়খ মোহাম্মদ সাবিহ আলজাজিরা মুবাশিরকে বলেন, ‘শুরু থেকেই আমি তার মধ্যে অসাধারণ প্রতিভা ও প্রখর মেধার আলামত লক্ষ্য করি। আর হিফজের ক্ষেত্রেও তার পরিশ্রম ছিল চোখে পড়ার মতো।’
ফিলিস্তিনি এই ক্ষুদে বালক হিফজযাত্রার শেষ দিকে প্রতিদিন ১০ পৃষ্ঠা করেও মুখস্থ করেছে বলে জানালেন তার শায়খ মোহাম্মদ সাবিহ।
এ প্রসঙ্গে মাজিন হালাসের দাদি জানান, তারা একটি কুরআনি পরিবার। তার ইচ্ছা- তার সব সন্তানকেই পবিত্র কুরআনের হাফেজ বানাবেন।
মাজিনের এত অল্প বয়সে হাফেজ হওয়ার পেছনে তার মায়ের অবদানও কম নয়। তিনিও মাজিনের শায়খের সাথে কিছু পারা ভাগ করে নিয়েছিলেন; শায়খ যেভাবে মাদরাসায় মাজিনকে কুরআন মুখস্থ করাতেন, অনুরূপ বাড়িতে তিনিও নিজের ভাগের অংশটুকু সন্তানকে মুখস্থ করাতেন।
মাজিন হালাস এখন প্রাথমিকের প্রথম শ্রেণিতে পড়ছে। তার বয়স এখন ৬ বছর ৬ মাস। এত অল্প বয়সে হিফজ সম্পন্ন করায় সে এখন সবার প্রশংসায় ভাসছে।
-আলজাজিরা মুবাশির থেকে বেলায়েত হুসাইনের অনুবাদ