ডিবি হেফাজতে থাকা কোটা সংস্কার আন্দোলনের ৬ সমন্বয়ককে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাদের ছেড়ে দেওয়া হয় বলে জানান নাহিদ ইসলামের বাবা বদরুল ইসলাম।
তিনি বলেন, “দুপুরে ডিবির নিজস্ব গাড়িতে করে সবাইকে নিজ নিজ বাসায় পৌঁছে দেওয়া হয়েছে। তারা ডিবি হেফাজতে ৩২ ঘণ্টা অনশন করেছিল। তারা এখন খুবই ক্লান্ত। আপাতত গণমাধ্যমে কথা বলছে না।”
মুক্তি পাওয়া ৬ সমন্বয়ক হলেন: নাহিদ ইসলাম, সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহ, আবু বাকের মজুমদার, আসিফ মাহমুদ ও নুসরাত তাবাসসুম।
হাসনাত আব্দুল্লাহ বলেন, “আমাদের ছয়জনকে একসঙ্গে ছাড়া হয়নি। আলাদাভাবে একজন করে পুলিশের গাড়িতে করে আমাদের বাসায় পৌঁছে দেওয়া হয়েছে। প্রত্যেকের ছাড়ার মাঝে ১০ মিনিটের ব্যবধান ছিল। আমরা শিগগির আমাদের অবস্থান সম্পর্কে জানাব।”
আইনমন্ত্রী আনিসুল হক জানান, “ছয় সমন্বয়ককে নিরাপত্তা হেফাজতে নিয়ে যাওয়ার কারণে হাই কোর্টে একটি মামলা হয়েছিল। গতকাল একজন বিচারপতি অসুস্থতার কারণে ছুটি নিয়েছেন। তারা নিজেরা বলেছে যে তাদের আর নিরাপত্তার প্রয়োজন নেই, তাই আমরা তাদের বাধা দিইনি, তারা চলে গেছে।”
গত শুক্রবার তিন সমন্বয়ক আবু বাকের মজুমদার, আসিফ মাহমুদ ও নাহিদ ইসলামকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে আনা হয়। কয়েক ঘণ্টা পর ডিবি তাদের নিরাপত্তা ও জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে বলে জানায়।
আলোচনা-সমালোচনার মধ্যে শনিবার সন্ধ্যায় সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহ এবং রোববার নুসরাত তাবাসসুমকে হেফাজতে নেওয়া হয়।