চট্টগ্রামে বিএনএস পতেঙ্গা হাসপাতাল ও নির্মাণাধীন বিএনএস পতেঙ্গা সম্মিলিত সামরিক হাসপাতাল পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।
শুক্রবার (৫ জুলাই) দুপুর ১২টায় চট্টগ্রামের বিএনএস পতেঙ্গা হাসপাতাল পরিদর্শন করেন তিনি।
এসময় স্বাস্থ্যমন্ত্রীকে হাসপাতালে স্বাগত জানান চট্টগ্রাম নৌ-অঞ্চলের কমান্ডার রিয়ার এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম। স্বাস্থ্যমন্ত্রী বিএনএস পতেঙ্গা হাসপাতালের জরুরি বিভাগ, আইসিইউ, এইচডিইউ,প্যাথলজি, প্রসূতি ওয়ার্ড, নবজাতক ওয়ার্ডসহ হাসপাতালের বিভিন্ন বিভাগ সরেজমিনে পরিদর্শন করেন এবং হাসপাতালের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন।
স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালে আগত রোগীদের খোঁজখবর নেন এবং ডাক্তারদের সঙ্গে চিকিৎসাসেবা নিয়ে বিস্তারিত কথা বলেন।
সবশেষে স্বাস্থ্যমন্ত্রী হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। সভায় উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম, চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরীসহ স্বাস্থ্যসেবা বিভাগের কর্মকর্তারা।
১৯৮৯ সালে প্রতিষ্ঠিত বিএনএস পতেঙ্গা বাংলাদেশ নৌবাহিনীর অন্যতম বৃহত্তম হাসপাতাল।