Search
Close this search box.

চট্টগ্রামে আইনজীবী হত্যার তিন দিন পরও মামলা নেই পরিবারের, কারণ জানে না পুলিশ

চট্টগ্রামে আদালত চত্বরে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার তিন দিন পেরিয়ে গেলেও তার পরিবারের পক্ষ থেকে কোনো মামলা করা হয়নি। একইসঙ্গে এ ঘটনায় পুলিশও কোনো তথ্য পায়নি। তবে সহিংসতা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলার মামলায় মোট ৩৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সর্বশেষ বৃহস্পতিবার রাতে কোতোয়ালি এলাকা থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়।

আইনজীবী হত্যার ঘটনায় গ্রেপ্তারদের মধ্যে দুর্লভ দাসকে ভিডিও ফুটেজের মাধ্যমে শনাক্ত করা হয়েছে। ফুটেজে তাকে হত্যাকাণ্ডের সময় ধারালো অস্ত্র হাতে দেখা গেছে বলে জানিয়েছেন নগর পুলিশের মুখপাত্র কাজী মো. তারেক আজিজ।

পুলিশ জানায়, সহিংসতার ঘটনায় পুলিশ বাদী হয়ে তিনটি মামলা করেছে। এতে ৭৬ জনের নাম উল্লেখ করে ১,৪০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। গ্রেপ্তার ৩৮ জনের মধ্যে ৯ জন সরাসরি আইনজীবী হত্যায় জড়িত বলে নিশ্চিত হওয়া গেছে।

এদিকে হত্যার প্রতিবাদে শুক্রবার নগরের আন্দরকিল্লা শাহি জামে মসজিদে জুমার নামাজ শেষে হিন্দু সম্প্রদায়ের স্থাপনায় হামলার অভিযোগ ওঠে। পরিস্থিতি সামাল দিতে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আইনজীবী সাইফুল হত্যার ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা না হওয়া প্রসঙ্গে কোতোয়ালি থানার ওসি আব্দুল করিম জানান, পরিবার থেকে কেউ এলে মামলা নেওয়া হবে।

ঘটনার পেছনে থাকা সহিংসতার উৎস, চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর গ্রেপ্তার ও আদালতে জামিন আবেদন প্রত্যাখ্যাত হওয়ার পরবর্তী সংঘর্ষের সঙ্গে জড়িতদের তদন্ত করছে পুলিশ। সংগ্রহ করা ভিডিও ফুটেজে দেখা গেছে, হত্যাকাণ্ডে ২৫-৩০ জন অংশ নেয়, যাদের মধ্যে কয়েকজন পরিচ্ছন্নতাকর্মী এবং একজন আইন বিভাগের শিক্ষার্থী।

পরিস্থিতি এখনও উত্তেজনাপূর্ণ থাকায় পুলিশ ও প্রশাসনসক্রিয় রয়েছে।