আজ (১৮ ডিসেম্বর) ফজরের নামাজের পূর্বে চট্টগ্রামের জামিয়া ইসলামিয়া ওবাইদিয়া নানুপুর মাদরাসার শরহে জামি (পঞ্চম বর্ষ) এর একজন শিক্ষার্থী মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ফজরের নামাজের আগে শিক্ষার্থী শফিকুল ইসলাম তার নিজ কক্ষ পূর্ব বিল্ডিং এর বারান্দায় যান। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, কিছুক্ষণ দাঁড়ানোর পর তিনি হঠাৎ তিনতলার বারান্দার সানসেট অতিক্রম করে নিচে পড়ে যান। এতে তার মাথায় গুরুতর আঘাত লেগে রক্তক্ষরণ শুরু হয়। মাদরাসার পক্ষ থেকে দ্রুত তাকে নাজিরহাট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
মৃত শিক্ষার্থীর নাম শফিকুল ইসলাম (২১)। তার পিতা মুহাম্মদ সুফু মিয়া, গ্রামের বাড়ি পঞ্চগড় জেলার পূর্ব তোলার ডাঙ্গায়।
সহপাঠীরা জানান, শফিকুল ইসলাম অত্যন্ত ভদ্র, শান্ত স্বভাবের এবং ধর্মপ্রাণ ছিলেন। তার পাগড়ি, দাড়ি, এবং সাদামাটা জীবনযাত্রা তাকে একজন আদর্শ শিক্ষার্থী হিসেবে প্রতিষ্ঠিত করেছিল। তিনি কখনো কারো সঙ্গে খারাপ আচরণ করেননি এবং সবাই তাকে খুব ভালোবাসতেন।
এই মর্মান্তিক ঘটনায় মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট সবাই গভীরভাবে শোকাহত। মাদরাসার পক্ষ থেকে আল্লাহর কাছে দোয়া করা হয়, যেন তিনি শফিকুল ইসলামকে জান্নাতুল ফেরদাউস দান করেন এবং তার পরিবারের সদস্যদের এই শোক সইবার তৌফিক দেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন।