Search
Close this search box.

চট্টগ্রাম বন্দরের কর্মচারী গ্রেফতার

পুলিশ কর্মকর্তা পরিচয়ে প্রতারণার অভিযোগে খন্দকার ইশতিয়াক আহম্মদ বায়েজিদ নামে চট্টগ্রাম বন্দরের এক কর্মচারীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে নগরীর বারিক বিল্ডিং মোড় এলাকা থেকে বন্দর থানা পুলিশ তাকে গ্রেফতার করে। তিনি বন্দরের হাইড্রোগ্রাফি বিভাগে গ্রিজার পদে কর্মরত। তার বাড়ি চাঁদপুরে। বর্তমানে চট্টগ্রাম নগরীর সদরঘাটে বন্দর আবাসিক কলোনিতে থাকেন।

পুলিশ জানায়, বায়েজিদ বন্দর থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম পরিচয় দিয়ে দীর্ঘদিন প্রতারণা করে আসছিলেন। তিনি জসিম নামে এক বিকাশ এজেন্টের কাছ থেকে বিকাশে সাত হাজার টাকা নেন। পরে জসিম খোঁজ নিয়ে জানতে পারেন বন্দর থানায় ওই নামে কোনো এসআই নেই। তিনি শুক্রবার রাতে মামলা করলে পুলিশ অভিযান চালিয়ে বায়েজিদকে গ্রেফতার করে।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুর কাদের মজুমদার জানান, গ্রেফতার বায়েজিদকে আদালতে পাঠানো হয়েছে।