Search
Close this search box.

চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীদের প্রতিবাদ সমাবেশ: কোটা আন্দোলনকারীদের প্রতি সংহতি 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের নির্যাতন ও হয়রানির প্রতিবাদ এবং তাদের দাবির প্রতি সংহতি জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিবাদ সমাবেশ করেছেন চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীরা। শুক্রবার (২ আগস্ট) বেলা ১২টার দিকে বৃষ্টিকে উপেক্ষা করে কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হয়ে শিক্ষার্থীদের দাবির প্রতি একাত্মতা ঘোষণা করেন তারা।

 

সমাবেশে অংশগ্রহণ করেন রাজধানীর বিভিন্ন মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ ও ইউনিটের চিকিৎসক ও শিক্ষার্থীরা। তারা বলেন, সরকারের উচিত ছিল আবু সাঈদের বাসায় যাওয়া, তা না করে মেট্রোরেলের জন্য মায়াকান্না করছে। দেশে যে বৈষম্য ও অরাজকতা চলছে, তা রুখতে ছাত্র সমাজ আজ মাঠে নেমেছে। দেশের সব চিকিৎসক শিক্ষার্থীদের পাশে আছে এবং সর্বক্ষণ তাদের পাশে থাকবে। তাদের যৌক্তিক দাবি আদায়ে আমরা সবসময় পাশে থাকব।

 

সমাবেশ শেষে চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীরা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ঢাকা মেডিক্যাল কলেজ পর্যন্ত মিছিল করেন।