চীনা সামাজিক যোগাযোগ মাধ্যম উইচ্যাট প্ল্যাটফর্মে অফিশিয়াল স্টোরের যাত্রা শুরু করেছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। চীনে অ্যাপলের বাজার সম্প্রসারণে নতুন পদক্ষেপ হিসাবে একে চিহ্নিত করেছে প্ল্যাটফর্মটি।
চীনের শীর্ষ এই মেসেজিং অ্যাপটিতে ই-কমার্স, লাইভস্ট্রিমিং এবং আর্থিক লেনদেনসহ বিভিন্ন সুবিধা পাওয়া যায়।
নতুন অ্যাপল স্টোর থেকে আইফোন, আইপ্যাড ও ম্যাকের মতো অ্যাপলের পণ্য কেনা যাবে স্টোরটি থেকে।
উইচ্যাট ও টিকটকের চীনা সংস্করণ হিসাবে পরিচিত ডৌয়িন-এর দিকে চীনা ব্যবহারকারীরা অতিমাত্রায় ঝুঁকে পড়ছে। এরই পরিপ্রেক্ষিতে অ্যাপলের এমন পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে বলে মনে করা হচ্ছে।
এ বিষয়ে অ্যাপল কিংবা টেনসেন্টের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।