Search
Close this search box.

টঙ্গী ইজতেমা ময়দানে সা’দপন্থীদের হামলা; পরবর্তী করণীয় নির্ধারণে কাকরাইলে ওলামা সম্মেলন

টঙ্গী ইজতেমার ময়দানে রাতের অন্ধকারে সা’দপন্থীদের অতর্কিত হামলার ফলে প্রাণহানি, আহত ও ব্যাপক ক্ষয়ক্ষতির প্রেক্ষিতে করণীয় নির্ধারণের জন্য আজ বেলা ১১টায় ঢাকার কাকরাইল মসজিদে একটি জরুরি ওলামা সম্মেলনের আয়োজন করা হয়েছে।

ইজতেমা ময়দানে সংঘটিত এ ন্যক্কারজনক হামলায় মুসলিম উম্মাহর শান্তি ও সম্প্রীতি বিনষ্ট হয়েছে বলে মত প্রকাশ করেছেন ধর্মীয় নেতৃবৃন্দ। সম্মেলনে হামলার প্রকৃত কারণ চিহ্নিত করা, ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা হবে বলে জানা গেছে।

 

উল্লেখ্য, টঙ্গীর ইজতেমা ময়দান মুসলিম ঐক্য ও বিশ্বভ্রাতৃত্বের প্রতীক হিসেবে পরিচিত। এই ঘটনার পরিপ্রেক্ষিতে মুসলিম উম্মাহর মধ্যে গভীর শোক ও ক্ষোভ বিরাজ করছে।