Search
Close this search box.

ডলারের বাজারে অস্থিরতা: রমজান সামনে রেখে দাম বেড়ে ১২৯ টাকা

রমজান মাসকে সামনে রেখে আমদানি পণ্যের চাহিদা, বকেয়া এলসি বিল পরিশোধ এবং বিদেশ ভ্রমণ বৃদ্ধির কারণে দেশের ডলার বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। ব্যাংকগুলো ঘোষিত ১২০ টাকার দামের তুলনায় সর্বোচ্চ ১২৮ টাকায় ডলার কিনছে। খোলাবাজারে এই মূল্য আরও বেড়ে ১২৯ টাকায় পৌঁছেছে, যেখানে এক সপ্তাহ আগেও তা ছিল ১২৩-১২৪ টাকা।

 

এ পরিস্থিতি সামাল দিতে বাংলাদেশ ব্যাংক ১৩টি ব্যাংকের ডলার লেনদেনের তথ্য তলব করেছে। ব্যাংকের কর্মকর্তারা জানান, পুরোনো আমদানি দায় পরিশোধের জন্য উচ্চমূল্যে ডলার কিনতে বাধ্য হচ্ছে তারা। ফলে চলতি মাসে প্রবাসী আয় বৃদ্ধি পেয়ে ২১ দিনের মধ্যে ২ বিলিয়ন ডলারের বেশি এসেছে। তবে অতিরিক্ত চাহিদার কারণে কেন্দ্রীয় ব্যাংকের নির্ধারিত ১২০ টাকার সীমা মানা সম্ভব হচ্ছে না।

 

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র হুসনে আরা শিখা জানিয়েছেন, ডলারের বাজারের অস্থিরতা খতিয়ে দেখতে একটি বিশেষ টিম গঠন করা হয়েছে এবং মনিটরিং কার্যক্রম জোরদার করা হয়েছে। সংশ্লিষ্ট ব্যাংকগুলোর থেকে তথ্য সংগ্রহ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

মতিঝিলের মানি এক্সচেঞ্জগুলো জানিয়েছে, খোলাবাজারে ডলার কিনতে প্রতি ডলার ১২৭-১২৯ টাকায় লেনদেন হচ্ছে। ডিসেম্বর মাসে অনেকেই ছুটি কাটাতে বিদেশে যাওয়ায় ডলারের চাহিদা আরও বেড়েছে। পরিস্থিতি সামলাতে দ্রুত কার্যকর পদক্ষেপ প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।