Search
Close this search box.

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ঘন কুয়াশার কারণে সংঘর্ষ: নিহত ১, আহত ১০

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ঘন কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে অন্তত সাতটি গাড়ির মধ্যে সংঘর্ষ হয়েছে। রোববার (২২ ডিসেম্বর) সকাল ৬টার দিকে নিমতলা এলাকার কাছে এ দুর্ঘটনা ঘটে। এতে একজন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন।

হাসাড়া হাইওয়ে থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সগির মিয়া জানান, ঢাকা থেকে মাওয়াগামী যাত্রীবাহী বাসসহ কয়েকটি গাড়ি ঘন কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে একে অপরের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

দুর্ঘটনার পর ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা উদ্ধারকাজ পরিচালনা করেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্ত করে দেখা হচ্ছে। কুয়াশার মধ্যে সতর্কতার সঙ্গে গাড়ি চালানোর জন্য চালকদের প্রতি আহ্বান জানিয়েছে হাইওয়ে পুলিশ।