Search
Close this search box.

পাকিস্তানকে পরাজিত করে এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ

পাকিস্তানকে পরাজিত করে এশিয়া কাপের ফাফাইনালে জায়গা করে নিয়েছে। সেমিফাইনালে পাকিস্তানকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে শিরোপার আরও একধাপ কাছে পৌঁছেছে তারা।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক। পেসার মারুফ মৃধার দুর্দান্ত পারফরম্যান্সে শুরুতেই চাপে পড়ে পাকিস্তানের ব্যাটিং লাইনআপ। ইনিংসের দ্বিতীয় ওভারে দলীয় ২ রানের মাথায় উসমান খান ও শাহজাইব খানকে শূন্য রানে প্যাভিলিয়নে ফেরান তিনি।

পাকিস্তানের অধিনায়ক সাদ বেগ এবং মোহাম্মদ রিয়াজুল্লাহ কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও ইকবাল হোসেন ইমন তাদের দ্রুত আউট করেন। ফারহান ইউসুফের ৩২ রানের ইনিংস ছাড়া পাকিস্তানের কেউই বড় স্কোর করতে পারেননি। ৩৭ ওভারে মাত্র ১১৬ রানে অলআউট হয় পাকিস্তান। ইকবাল হোসেন ২৪ রান দিয়ে নেন ৪ উইকেট, আর মারুফ মৃধা ২৩ রানে শিকার করেন ২ উইকেট।

১১৭ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই কিছুটা বিপাকে পড়ে বাংলাদেশ। ওপেনার কামাল সিদ্দিকী শূন্য রানে বিদায় নেন। এরপর জাওয়াদ আবরার ২৫ বলে ১৭ রান করে আউট হন। দলীয় স্কোর তখন মাত্র ২৮।

তবে অধিনায়ক আজিজুল হাকিম তামিম দায়িত্বশীল ইনিংস খেলে পরিস্থিতি সামাল দেন। শিহাব জেমসের সঙ্গে জুটি গড়ে এগিয়ে যান তামিম। শিহাব ২৮ রানে আউট হলেও তামিম অপরাজিত থাকেন ৬১ রানে। তার ইনিংসে ছিল ৭টি চার ও ৩টি ছক্কা। বাংলাদেশ ৩৪ ওভারে ৩ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে।

অন্য সেমিফাইনালে ভারত ৭ উইকেটে শ্রীলঙ্কাকে পরাজিত করে। আগামী ৮ ডিসেম্বর বাংলাদেশ সময় সকাল ১১টায় ফাইনালে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও বাংলাদেশ।