প্রবাসী বাংলাদেশিরা বিদেশে তাদের অর্জিত অর্থ দেশে পাঠানোর জন্য বিভিন্ন প্রকার উপায় অবলম্বন করে থাকেন। দেশে মোবাইল ব্যাংকিং এর ক্ষেত্রে বিকাশ নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। এরই ধারাবাহিকতায় বিকাশ বিদেশে অবস্থানরত প্রবাসীদের বিকাশ একাউন্ট খুলে সেটি ব্যবহার করার সুবিধা প্রদান করেছে।
বিকাশ একাউন্ট ব্যবহার করে এখন মূহুর্তের মাধ্যমেই প্রিয়জনের কাছে নিশ্চিন্তে টাকা পাঠানো যাবে। বিদেশ থেকে বিকাশ একাউন্ট ব্যবহার করার জন্য একজন বাংলাদেশি জাতীয় পরিচয়পত্রধারী গ্রাহক তার জাতীয় পরিচয়পত্র এবং বসবাসরত দেশের মোবাইল নাম্বার দিয়ে খুব সহজেই বিকাশ একাউন্ট খুলতে পারবেন।
বর্তমানে প্রবাসীরা ১২ টি দেশের মানি ট্রান্সফার প্রতিষ্ঠান ও পেওনিয়ার থেকে নিজ মোবাইলে থাকা বিকাশ একাউন্টে টাকা এনে দেশে থাকা প্রিয়জনদের বিকাশ একাউন্টে টাকা পাঠাতে পারবেন। বাংলাদেশের বাইরে যেসকল দেশে বিকাশ অ্যাপ ব্যবহার করা যাবে সেগুলো হলো যুক্তরাজ্য, ইতালি, দক্ষিণ আফ্রিকা, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ওমান, কুয়েত, বাহরাইন, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও দক্ষিণ কোরিয়া।
প্রবাসী ব্যক্তিদের ন্যাশনাল আইডি কার্ড দিয়ে যদি বাংলাদেশের নাম্বার দিয়ে বিকাশ একাউন্ট খোলা থাকে তাহলে সেটি তারা পরিবর্তন করতে পারবেন। বিকাশ নাম্বার পরিবর্তন করার জন্য নিম্নোক্ত পদ্ধতি অবলম্বন করতে হবে-
নিচের বিকাশের অফিসিয়াল ছবিটি দেখে আরও ভাল আইডিয়া পেতে পারেন।