Search
Close this search box.

ভুল ব্যাখ্যার শিকার চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার ইস্যু জাতিসংঘে তুলে ধরল বাংলাদেশ

সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘের সংখ্যালঘু বিষয়ক ফোরামের ১৭তম অধিবেশনে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর গ্রেপ্তার নিয়ে ভুল তথ্য উপস্থাপন করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) ফোরামে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি তারেক মো. আরিফুল ইসলাম এ বিষয়ে দেশের অবস্থান স্পষ্ট করেন।

 

পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া বিবৃতিতে জানানো হয়, ফোরামে কয়েকজন বক্তা বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের অভিযোগ আনেন এবং চিন্ময় দাসের গ্রেপ্তারকে ভুলভাবে উপস্থাপন করেন। এ বিষয়ে তারেক ইসলাম জানান, সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে আন্তর্জাতিক পর্যায়ে কিছু গোষ্ঠী ভুয়া এবং অতিরঞ্জিত তথ্য ছড়াচ্ছে। বাংলাদেশ সরকার এ ধরনের অপপ্রচারের বিষয়ে বিদেশি সাংবাদিকদের স্বাধীন পর্যবেক্ষণের জন্য আমন্ত্রণ জানিয়েছে।

 

তিনি আরও বলেন, চিন্ময় কৃষ্ণ দাসকে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে এবং আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি তিনি উল্লেখ করেন, চট্টগ্রামে তাকে আদালতে নেওয়ার সময় আইনজীবী সাইফুল ইসলাম হত্যার ঘটনা এবং সরকারের দ্রুত হস্তক্ষেপের মাধ্যমে উত্তেজনা প্রশমিত করার বিষয়টি।

 

তার বক্তব্যে তিনি জোর দিয়ে বলেন, সহিংসতার অধিকাংশ ঘটনা রাজনৈতিক ও ব্যক্তিগত প্রেক্ষাপটে ঘটেছে, ধর্মীয় নয়। ক্ষতিগ্রস্তদের বেশিরভাগই মুসলিম। দেশের সংখ্যালঘুদের ওপর কোনো পদ্ধতিগত আক্রমণের ঘটনা ঘটেনি বরং সংখ্যালঘুদের রক্ষায় দেশের মানুষের ঐক্যবদ্ধ ভূমিকা বিশ্ব দেখেছে।

 

জাতিসংঘে বাংলাদেশ স্পষ্ট করেছে যে, দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রয়েছে এবং সংখ্যালঘুদের নিরাপত্তায় সরকার দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ।