Search
Close this search box.

যেভাবে বাংলাদেশ থেকে কেনা যাবে বিশ্বকাপের টিকেট

চলিত বছর ভারতের মাটিতে পর্দা উঠছে আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। আগামী ৫ অক্টোবর থেকে ১৯ নভেম্বর পর্যন্ত চলবে এই মেগা টুর্নামেন্ট। বিশ্বকাপের সূচি প্রকাশের পর এবার জানা গেল বিশ্বকাপে বাংলাদেশের দুটি ম্যাচের টিকেট মূল্য। সাধারণত অনলাইনের মাধ্যমেই মেগা ইভেন্টগুলোর টিকেট সংগ্রহ করতে হয় বাংলাদেশিদের। তবে, এবার বাংলাদেশ থেকেই টিকেট কেনার সুযোগ পাচ্ছেন ক্রিকেটপ্রেমীরা।আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ফাইনাল ম্যাচসহ ভারতের মোট ১০টি শহরে হবে বিশ্বকাপের ম্যাচগুলো। ইতিমধ্যে বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে আইসিসি। সম্প্রতি এই মেগা ইভেন্টের টিকিট মূল্যও প্রকাশ করা হয়। যেহুতে প্রতিবেশি দেশ ভারতে বিশ্বকাপের মঞ্চ, সেহুতে বাংলাদেশি ক্রিকেট প্রেমিদের মাঠে যেয়ে খেলা দেখার বাড়তি আগ্রহ রয়েছে। আর তাই মেগা ইভেন্টগুলোর টিকিট সংগ্রহ করতে অনলাইনকে বেচে নিতে হয় বাংলাদেশিদের। তবে এবার বাংলাদেশ থেকেই টিকিট কেনার সুযোগ পাচ্ছেন ক্রিকেটপ্রেমীরা।‘ডিসকাভারি ট্যুরস অ্যান্ড লজিস্টিক’ নামের একটি প্রতিষ্টান আইসিসি মেগা ইভেন্টের টিকিটের দায়িত্ব পেয়েছে। স্বাভাবিকভাবেই ভারত প্রতিবেশী দেশ হওয়ায় বিশ্বকাপের টিকেট নিয়ে বাংলাদেশিদের বাড়তি আগ্রহ রয়েছে। প্রতিষ্ঠানটির মাধ্যমে মিলবে বিভিন্ন ভেন্যুর তথ্য এবং ভ্রমণ সেবাও। টিকেট বিক্রির টাকা থেকে বাংলাদেশ সরকার রাজস্ব পাবে।এই বিষয়ে ডিসকাভারি ট্যুরস অ্যান্ড লজিস্টিকের প্রধান নির্বাহী জহিরুল আলম ভূঁইয়া গণমাধ্যমকে বলেন, ‘এখন পর্যন্ত আমাদের যে ধারণা দেওয়া হয়েছে, তাতে পাঁচটি ক্যাটাগরিতে টিকিট মিলবে। নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে এ থেকে ই ক্যাটাগরি পর্যন্ত টিকেট বিক্রি করা হবে। আইসিসির টিকিটের চার্জ একটা আছে। এরপর আইসিসি বলেছে যেখানে খেলা হবে সেখানে একটা হোটেল বা বিমান টিকিটটা যোগ করতে হবে। সেই সঙ্গে আমাদের সার্ভিস চার্জ রয়েছে। এই কয়েকটি কম্পোনেন্ট মিলেই আমাদের টিকিটের দাম নির্ধারণ করা হবে।’এছাড়া ডিসকাভারি ট্যুরস অ্যান্ড লজিস্টিকের হেড অব বিজনেস ডেভেলপমেন্ট নাজমুল হাসান বলেন, ‘ই-কমার্স ট্রান্সফরমার তৈরি করছি, যাতে করে বাংলাদেশসহ সারা বিশ্বের যে কোনো জায়গা থেকে যে কেউ অনলাইন প্ল্যাটফর্ম থেকে আমাদের মাধ্যমে টিকিটগুলো নিয়ে নিতে পারবে। আর তাদের টিকিটগুলো সেই অনুযায়ী আমরা বাংলাদেশসহ সব জায়গাতে ডিস্ট্রিবিউট করে দেব।’ইডেনের এই দুই ম্যাচের আপার টিয়ারের টিকিটের মূল্য ৯০০ রুপি। ‘ডি’ এবং ‘এইচ’ ব্লকের টিকিটের দাম ১৫০০ রুপি। ‘সি’ এবং ‘কে’ ব্লকের টিকিটের দাম ২৫০০ টাকা। এছাড়া ‘বি’ এবং ‘এল’ ব্লকের গ্যালারিতে বসে এই দুই ম্যাচ দেখতে হলে ৩০০০ রুপি খরচ করতে হবে। তবে বাংলাদেশি সমর্থকদের জন্য রয়েছে সুসংবাদ। সব থেকে কম দাম বাংলাদেশ এবং নেদারল্যান্ডস ম্যাচের টিকিট। আপার টিয়ারে বসে এই ম্যাচ দেখতে হলে খরচ করতে হবে ৬৫০ রুপি। ‘ডি’ বা ‘এইচ’ ব্লকের টিকিটের দাম ১০০০ রুপি। এছাড়া ‘বি’, ‘সি’, ‘কে’ এবং ‘এল’ ব্লকের টিকিটের দাম রাখা হয়েছে ১৫০০ রুপি।

অপরদিকে পাকিস্তানের বিপক্ষে টাইগারদের ম্যাচে মূল্য ভিন্ন। আপার টিয়ারের টিকিটের দাম ৮০০ রুপি। ‘ডি’ এবং ‘এইচ’ ব্লকের টিকিটের দাম ১২০০ রুপি। ‘সি’ এবং ‘কে’ ব্লকের টিকিটের দাম রাখা হয়েছে ২০০০ রুপি। ‘বি’ এবং ‘এল’ ব্লকের গ্যালারির টিকিট পাওয়া যাবে ২২০০ রুপি করে।