Search
Close this search box.

শেখ হাসিনার শাসনামলে প্রতি বছর গড়ে ১৬ বিলিয়ন ডলার বিদেশে পাচার!

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে প্রতিবছর গড়ে ১৬ বিলিয়ন মার্কিন ডলার বিদেশে পাচার হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

 

রোববার (১ ডিসেম্বর) রাজধানীর তেজগাঁও প্রধান উপদেষ্টার কার্যালয়ে শ্বেতপত্র প্রণয়ন কমিটি তাদের চূড়ান্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে হস্তান্তর করে। কমিটির নেতৃত্বে ছিলেন অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য।

 

প্রেস সচিব শফিকুল আলম জানান, প্রতিবেদনে অর্থনীতির প্রতিটি খাত বিশ্লেষণ করে দেখানো হয়েছে, কীভাবে উন্নয়নের গল্প সাজাতে পরিসংখ্যানকে ম্যানিপুলেট করা হয়েছে। তিনি বলেন, “উন্নয়নের গল্প শোনানো হলেও ভেতরে ভেতরে চলেছে লুটপাটের মহাযজ্ঞ।”

 

প্রতিবেদন গ্রহণের সময় প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেন, “এই প্রতিবেদন একটি ঐতিহাসিক দলিল। আর্থিক খাতে ঘটে যাওয়া ঘটনাগুলো ছিল আতঙ্কজনক। আমাদের চোখের সামনেই এই ঘটনা ঘটেছে, কিন্তু কেউ তা নিয়ে কথা বলেনি।”

 

শ্বেতপত্রে অর্থনীতির অনিয়ম ও দুর্নীতির বিস্তারিত বিবরণ তুলে ধরা হয়েছে, যা বর্তমান সরকারের জন্য অর্থনৈতিক সংস্কারের দিকনির্দেশনা হিসেবেকাজ করবে।