Search
Close this search box.

সুপার শপে ১ অক্টোবর থেকে পলিথিন নিষিদ্ধ: পরিবেশ উপদেষ্টা

আগামী ১ অক্টোবর থেকে দেশের সব সুপার শপে পলিথিন শপিং ব্যাগ এবং পলিপ্রপিলিন ব্যাগ ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ৯ সেপ্টেম্বর সচিবালয়ে আয়োজিত এক সভায় তিনি এ ঘোষণা দেন।

 

এই নিষেধাজ্ঞার অধীনে, সুপার শপগুলোতে পলিথিনের ব্যাগ ব্যবহার করা যাবে না এবং বিকল্প হিসেবে পাট ও কাপড়ের তৈরি ব্যাগ সরবরাহের ব্যবস্থা থাকবে।

 

তিনি আরও জানান, তরুণ ও শিক্ষার্থীদের এই উদ্যোগে সম্পৃক্ত করা হবে এবং ১৫ সেপ্টেম্বর থেকে গণমাধ্যমে ব্যাপক প্রচারণার মাধ্যমে জনগণকে সচেতন করা হবে। পাটের ব্যাগ সরবরাহ নিশ্চিতে বস্ত্র ও পাট মন্ত্রণালয় সুপার শপগুলোর সঙ্গে কাজ করবে। এছাড়া, ৩০ সেপ্টেম্বরের মধ্যে পাটের ব্যাগের উৎপাদনকারীদের নিয়ে একটি মেলার আয়োজন করা হবে, যেখানে সুপার শপের প্রতিনিধিরা প্রয়োজনীয় চাহিদা ও সরবরাহ নিয়ে আলোচনা করবেন।

 

সভায় পরিবেশ মন্ত্রণালয়ের সচিব, অতিরিক্ত সচিব, পরিবেশ অধিদফতরের মহাপরিচালক এবং বিভিন্ন সুপার শপের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।