Search
Close this search box.

মিরপুর টেস্টের প্রথম দিনে বাংলাদেশের সংগ্রহ ৩৬২

আফগানিস্তানের বিপক্ষে নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরি (১৪৬) ও মাহমুদুল হাসান জয়ের ফিফটিতে (৭৬) ভর করে টেস্টের প্রথম দিনে বাংলাদেশের সংগ্রহ ৩৬২ রান। এদিন ৪১ ও ৪৩ রানে অপরাজিত আছেন মুশফিকুর রহিম ও মেহেদি হাসান মিরাজ।

বুধবার (১৪ জুন) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় আফগানিস্তান।

ব্যাটিংয়ে নেমে শুরুতেই উইকেট হারায় স্বাগিতকরা। ইনিংসের দ্বিতীয় ওভারের প্রথম বলেই আউট হন ওপেনার জাকির হাসান।

এরপর, ইনিংসের দ্বিতীয় ওভারে নেমে দুর্দান্ত ব্যাটিং করেন নাজমুল হোসেন শান্ত। প্রথম দিনে ৩৬২ রান করার পেছনে বড় অবদান রয়েছে তার। টেস্ট ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি করেছেন তিনি। ১৭৫ বলে ২৩টি চার আর ২টি ছক্কার সাহায্যে গড়েছেন ১৪৬ রানের ইনিংস।ণ

তবে, আফগানিস্তানের বাঁ-হাতি স্পিনার আমির হামজার করা অফ স্টাম্পের বাইরের বলে ডাউন দ্য উইকেটে ছক্কা মারতে গিয়ে মিডউইকেটে ফিল্ডিং করা নাসির জামালের হাতে ধরা পড়েন শান্ত।

পরে, অধিনায়ক লিটন কুমার দাস ফেরেন ১৫ বল খেলে মাত্র ৯ রানে। তার বিদায়ে ২৯০ রানে পঞ্চম উইকেট হারায় বাংলাদেশ।

এদিকে, মেহেদি হাসান মিরাজকে সঙ্গে নিয়ে ষষ্ঠ উইকেটে ৯৭ বলে ৭২ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। প্রথম দিনের খেলা শেষে ৪১ ও ৪৩ রানে অপরাজিত আছেন মুশফিক-মিরাজ। তাদের দিকেই তাকিয়ে রয়েছে দল।