Search
Close this search box.

নিয়মিত বিচারকাজে ফিরছেন সুপ্রিম কোর্ট

দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে নিয়মিত বিচারিক কার্যক্রম শুরু হবে রোববার থেকে। ঈদুল আজহার সরকার ঘোষিত ছুটি, সাপ্তাহিক ছুটি ও কোর্টের অবকাশ শেষে রোববার (৯ জুলাই) থেকে পূর্ণ দমে কাজ শুরু করবে সুপ্রিম কোর্ট।

আগাম প্রস্তুতি হিসেবে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ৯ জুলাই থেকে বিচারকার্য পরিচালনার জন্য ৫৪টি বেঞ্চ গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি।

সুনির্দিষ্ট বিচারিক এখতিয়ার দিয়ে গঠিত এসব বেঞ্চের বিস্তারিত সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে এরিমধ্যে। এতে ৩০টি দ্বৈত বেঞ্চ এবং ২৪টি একক বেঞ্চ রয়েছে।

গত ২২ জুন থেকে শুরু হয়ে ৮ জুলাই পর্যন্ত ঈদুল আযহার সরকার ঘোষিত ছুটি, সাপ্তাহিক ছুটি ও কোর্টে অবকাশ মিলিয়ে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিমকোর্টে নিয়মিত বিচারিক কার্যক্রমে ছুটি চলে।