Search
Close this search box.

নতুন নোটে থাকছে ‘জুলাই বিপ্লবের গ্রাফিতি,’ বাদ পড়ছে বঙ্গবন্ধুর প্রতিকৃতি

বাংলাদেশের ব্যাংক নোট থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন ডিজাইনের নোট আগামী ছয় মাসের মধ্যে বাজারে আসবে। নতুন নোটে বঙ্গবন্ধুর প্রতিকৃতির পরিবর্তে স্থান পাবে ধর্মীয় স্থাপনা, বাঙালি ঐতিহ্য এবং ‘জুলাই বিপ্লবের গ্রাফিতি’। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক ও সরকারের পক্ষ থেকে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।

 

প্রাথমিকভাবে ২০, ১০০, ৫০০ এবং ১০০০ টাকার নোটের নকশা পরিবর্তন করা হচ্ছে। পর্যায়ক্রমে অন্যান্য সব নোট থেকেও বঙ্গবন্ধুর প্রতিকৃতি সরিয়ে ফেলা হবে। তবে নতুন নোট বাজারে আসার পরও পুরোনো নোটগুলো চালু থাকবে।

 

গত ২৯ সেপ্টেম্বর অর্থ বিভাগের পক্ষ থেকে বাংলাদেশ ব্যাংকে নতুন নোটের নকশার প্রস্তাব পাঠানোর নির্দেশ দেওয়া হয়। মুদ্রা ও নকশা উপদেষ্টা কমিটির সুপারিশ অনুযায়ী, নতুন নোটের নকশা চূড়ান্ত করা হবে। কমিটির নেতৃত্বে রয়েছেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর-১ এবং তাতে চিত্রশিল্পীরাও অন্তর্ভুক্ত।

 

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র হুসনে আরা শিখা জানিয়েছেন, নতুন নোট ছাপানোর প্রক্রিয়া অনেক দূর এগিয়েছে। আশা করা যাচ্ছে, ছয় মাসের মধ্যেই নতুন নোট বাজারে ছাড়া যাবে।

 

১৯৭২ সালে বাংলাদেশের স্বাধীনতার পর প্রথমবার বঙ্গবন্ধুর ছবি সম্বলিত ১, ৫, ১০ এবং ১০০ টাকার নোট চালু করা হয়। এরপর বিভিন্ন সরকারের আমলে নোটের নকশা পরিবর্তন হলেও বঙ্গবন্ধুর প্রতিকৃতি যুক্ত থাকত। ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার নতুনভাবে বঙ্গবন্ধুর ছবি সংবলিত ১০ এবং ৫০০ টাকার নোট চালু করে। এরপর থেকে সব নোটে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ছাপানোর রীতি অব্যাহত ছিল।

 

বাংলাদেশ ব্যাংকের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, ২০২২-২৩ অর্থবছরে নতুন নোট ছাপাতে ৩৮ হাজার ৪০০ কোটি টাকা ব্যয় হয়েছে। এর আগের অর্থবছরে ব্যয় ছিল ৩৭ হাজার ৪০০ কোটি টাকা। সর্বশেষ নতুন নকশার ২০০ টাকার নোট ২০২০ সালে বাজারে ছাড়া হয়।