Search
Close this search box.

স্কুলের ছাত্ররা কওমি মাদ্রাসা চলে যাচ্ছে, এটা ঠেকাতে হবে: শিক্ষা সচিব সিদ্দিক জুবায়ের

দেশের মাধ্যমিক বিদ্যালয়গুলো থেকে অনেক শিক্ষার্থী কওমি মাদরাসায় চলে যাচ্ছে জানিয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের বলেছেন, তা বন্ধে পদক্ষেপ নিতে হবে।

 

মাধ্যমিক বিদ্যালয় থেকে শিক্ষার্থীদের কওমি মাদরাসায় চলে যাওয়ার প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের। তিনি বলেন, “শিক্ষার্থীরা প্রাথমিক বিদ্যালয়ে সাধারণ শিক্ষার মাধ্যমে যাত্রা শুরু করলেও পরবর্তীতে কেন মাদরাসায় চলে যাচ্ছে, তা খতিয়ে দেখা প্রয়োজন।”

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সরকারি-বেসরকারি স্কুলে ভর্তির লটারির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

সচিব আরও বলেন, “আমি বলছি না মাদরাসার শিক্ষা খারাপ, কিন্তু আমাদের শিক্ষার্থীরা কেন মূল ধারার সাধারণ শিক্ষা থেকে ঝরে পড়ছে, তা খুঁজে বের করতে হবে এবং এই প্রবণতা রোধে পদক্ষেপ নেওয়া জরুরি।”

এ প্রসঙ্গে তিনি কারিগরি ও মাদরাসা বিভাগের সচিবের সাথেও আলোচনা করেছেন বলে জানান।