আফগানিস্তানের সীমান্তবর্তী পাকতিকা প্রদেশে পাকিস্তানের বিমান হামলায় ৪৬ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। গতকাল মঙ্গলবার রাতে এই হামলার ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ।
জাবিহুল্লাহ জানান, পাকতিকা প্রদেশের বারমাল জেলার চারটি স্থানে বোমা বর্ষণ করে পাকিস্তান। এ ঘটনায় ছয়জন আহত হয়েছেন।
এই হামলার নিন্দা জানিয়ে তালেবান সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে একে “বর্বর ও স্পষ্ট আগ্রাসন” বলে অভিহিত করেছে। বিবৃতিতে আরও বলা হয়, “আফগানিস্তানের ভূখণ্ড ও সার্বভৌমত্ব রক্ষা করা আমাদের অধিকার এবং এই কাপুরুষোচিত কাজের উপযুক্ত জবাব দেওয়া হবে।”
২০২১ সালে তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখলের পর থেকে দেশটির সঙ্গে পাকিস্তানের সীমান্ত উত্তেজনা বেড়েই চলছে। পাকিস্তানের দাবি, তালেবান আফগানিস্তানে জঙ্গিদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে এবং তাদের পাকিস্তানে হামলা চালানোর সুযোগ করে দিচ্ছে। তবে এই অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে তালেবান।
আফগানিস্তানে পাকিস্তানের এই হামলার পর দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা আরও বাড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা।