Search
Close this search box.

বাল্য বিবাহ রোধে কনের বয়স ১৬ ও বরের ১৮ নির্ধারণসহ ১৬ দফা দাবি

বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার কল্যাণ সমিতি বাল্য বিবাহ রোধে কনের বয়স ১৬ ও বরের ১৮ নির্ধারণসহ ১৬ দফা দাবি জানিয়েছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবিগুলো তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনে সমিতির নির্বাহী সভাপতি অধ্যক্ষ ড. মো. গোলাম কিবরিয়া লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি বলেন, “বাল্য বিবাহ রোধে কনের বয়স ১৬ এবং বরের বয়স ১৮ নির্ধারণ করতে হবে। নিকাহ রেজিস্ট্রারদের সুরক্ষা আইন প্রণয়ন, নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা, শিক্ষাগত যোগ্যতা বৃদ্ধিসহ বিবাহ ও তালাক সংক্রান্ত আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে সংস্কার প্রয়োজন।”

সংগঠনটি আরও দাবি করেছে, নিকাহ রেজিস্ট্রারদের জন্য আলাদা আইন প্রণয়ন, স্থায়ী নিয়োগ প্রক্রিয়া চালু করা, ইসলামি শরিয়তের আলোকে একাধিক স্বামী গ্রহণের শাস্তি নিশ্চিত করা, বিবাহ রেজিস্ট্রারে ছবি সংযোজন ও ফিঙ্গারপ্রিন্ট যুক্ত করা এবং বিদেশে অবস্থানরতদের জন্য বিবাহ-তালাকের রেজিস্ট্রেশন পদ্ধতি নির্ধারণ করা দরকার।

সংবাদ সম্মেলনে নারী অধিকার সংস্কার কমিটির কিছু প্রস্তাবনা ‘ইসলামবিরোধী’ আখ্যা দিয়ে তা বাতিলের আহ্বান জানানো হয়।বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার কল্যাণ সমিতির সভাপতি কাজী মো. মামুনুর রশিদ, সহ-সভাপতি প্রিন্সিপাল নজরুল ইসলাম তালুকদার, মহাসচিব এড. কাজী মাওলানা মো. আবুল হোসেন, সিনিয়র যুগ্ম-মহাসচিব মো. আশরাফ উদ্দিন ভূঁইয়া সায়েমসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।