বিশ্ব ইজতেমার সময় মুসল্লিদের যাতায়াত সুবিধা নিশ্চিত করতে বাংলাদেশ রেলওয়ে ১৪টি বিশেষ ট্রেন পরিচালনা করবে। এই ট্রেনগুলো ইজতেমার সময় চালানো হবে।
৩০ জানুয়ারি, বৃহস্পতিবার বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলীয় চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট কার্যালয় থেকে এক অফিসিয়াল বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী শুক্রবার, ৩১ জানুয়ারি দুটি বিশেষ ট্রেন চালু হবে। এগুলো হলো:
- জুমা স্পেশাল-১: ঢাকা থেকে সকাল ৯টা ৩০ মিনিটে ছেড়ে টঙ্গী পৌঁছাবে ১০টা ১৫ মিনিটে।
- জুমা স্পেশাল-২: দুপুর ৩টায় টঙ্গী থেকে ছেড়ে ঢাকা পৌঁছাবে ৩টা ৪৫ মিনিটে।
১ ফেব্রুয়ারি, শনিবার জামালপুর এবং টাঙ্গাইল থেকে দুটি বিশেষ ট্রেন চালানো হবে:
- জামালপুর থেকে সকাল ৯টা ১৫ মিনিটে ছেড়ে টঙ্গী পৌঁছাবে দুপুর ২টা ১৫ মিনিটে।
- টাঙ্গাইল থেকে দুপুর ১২টায় ছেড়ে টঙ্গী পৌঁছাবে দুপুর ১টা ২০ মিনিটে।
এছাড়া, ২ ফেব্রুয়ারি, রোববার আখেরি মোনাজাতের দিন ১০টি ট্রেন পরিচালনা করা হবে। এর মধ্যে ঢাকা থেকে টঙ্গী যাওয়ার জন্য চারটি স্পেশাল ট্রেন থাকবে, যেগুলো ভোর ৪টা ৪৫ মিনিট থেকে ৫টা ৫০ মিনিটের মধ্যে ছেড়ে যাবে। আর টঙ্গী থেকে ঢাকার পথে ফিরতি ট্রেনগুলো সকাল ৮টা ৩৫ মিনিট থেকে দুপুর ১২টা ৫০ মিনিটের মধ্যে চলাচল করবে।