Search
Close this search box.

বিশ্ব ইজতেমায় ২৩টি যৌতুকবিহীন বিয়ে সম্পন্ন

বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপে ২৩টি যৌতুকবিহীন বিয়ে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (৩০ জানুয়ারি) বাদ আসর ইজতেমা ময়দানের মূল বয়ান মঞ্চে ‘মোহর ফাতেমির’ নিয়ম অনুযায়ী এই বিয়েগুলো সম্পন্ন করা হয়। বিয়েগুলো পড়ান ভারতের মাওলানা যোহাইরুল হাসান।

শুরায়ী নেজামের ইজতেমা আয়োজক কমিটির সমন্বয়কারী হাবিবুল্লাহ রায়হান জানান, প্রতিবারের মতো এবারও বিশ্ব ইজতেমায় যৌতুকবিহীন বিয়ের আয়োজন করা হয়। প্রথম পর্বের প্রথম ধাপে ৬৩টি বিয়ে অনুষ্ঠিত হয় এবং দ্বিতীয় ধাপে আরও ২৩টি বিয়ে সম্পন্ন হয়েছে। এতে করে প্রথম পর্বের দুই ধাপে মোট ৮৬টি বিয়ে অনুষ্ঠিত হলো।

বাদ যোহর পর্যন্ত বিয়ের জন্য বর ও কনে পক্ষের কাছ থেকে তালিকা সংগ্রহ করা হয়। এরপর বাদ আসর বিয়ের খুতবা পাঠ করা হয় এবং অভিভাবকদের সম্মতিতে বিয়ে সম্পন্ন হয়। বিয়ের পর নবদম্পতিদের স্বজন ও মুসল্লিদের মাঝে খোরমা-খেজুর বিতরণ করা হয়।

মাগরিবের নামাজের আগেই নবদম্পতিদের জন্য বিশেষ মোনাজাত করা হয়। এসব বিয়েতে বর সরাসরি উপস্থিত থাকলেও কনের পক্ষ থেকে তাদের অভিভাবক উপস্থিত থাকেন।

আগামী ৫ ফেব্রুয়ারি বুধবার দুপুর ১২টার মধ্যে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শুরায়ী নেজামের অনুসারীদের দুই ধাপে অনুষ্ঠিত বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শেষ হবে।