Search
Close this search box.

কাকরাইল মসজিদ থেকে ইজতেমার তারিখ ঘোষণা ও সাদপন্থী নিষিদ্ধ সহ ৪ দফা দাবি উত্থাপন

খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক শনিবার (০৪ জানুয়ারি) কাকরাইল মারকাজ মসজিদে এক সংবাদ সম্মেলনে ঘোষণা দেন, আগামী ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি নির্ধারিত সময়ে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলনের আয়োজন করে ওলামা-মাশায়েখ বাংলাদেশ ও দাওয়াত ও তাবলিগের সাথীরা। মাওলানা মামুনুল হক জানান, ইজতেমার প্রস্তুতি চলছে এবং এ নিয়ে কোনো সমস্যা নেই। তবে তিনি স্পষ্টভাবে বলেন, “যাদের হাতে রক্তের দাগ লেগে আছে, তাদের ইজতেমায় অংশগ্রহণের অধিকার নেই। রক্তপাতের ঘটনার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।”

তিনি বর্তমান সরকারের ভূমিকা নিয়ে সমালোচনা করে বলেন, “ফ্যাসিবাদী প্রেতাত্তারা এখনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে ব্যস্ত। ২০১৮ সালের ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হলে ২০২৪ সালে এ ধরনের ঘটনা পুনরাবৃত্তি হতো না।”

সংবাদ সম্মেলনে ৪ দফা দাবি পেশ করা হয়। এর মধ্যে অন্যতম ছিল সাদপন্থিদের সব কার্যক্রম নিষিদ্ধ করা এবং আগামী ১০ জানুয়ারি দেশব্যাপী বিক্ষোভ মিছিলের আয়োজন। এছাড়া আগামী ২৫ জানুয়ারি ওলামা সম্মেলন থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানানো হয়।