ঢাকা মহানগরীতে থার্টি ফার্স্ট নাইট ও ইংরেজি নববর্ষ উদযাপনকে কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত ৩ হাজার পুলিশ মোতায়েন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
ডিএমপি কমিশনার জানান, নিয়মিত নিরাপত্তা বাহিনী ছাড়াও বিশেষ নিরাপত্তা ব্যবস্থার আওতায় রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়, গুলশান, তিনশো ফিট এবং উত্তরা দিয়াবাড়ীসহ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশের পাশাপাশি পরিবেশ অধিদপ্তরের ম্যাজিস্ট্রেটরাও থাকবেন, যারা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবেন
তিনি আরও বলেন, থার্টি ফার্স্ট নাইটে কোনো ধরণের আতশবাজি, পটকা, বা রকেট বোমা ফোটানোর বিষয়ে নিষেধাজ্ঞা রয়েছে। গত এক সপ্তাহে রাজধানীতে অভিযান চালিয়ে ১২৭ কেজি আতশবাজি, পটকা এবং রকেট বোমা জব্দ করা হয়েছে। এ বিষয়ে পাঁচটি মামলা দায়ের করা হয়েছে এবং পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
আন্তর্জাতিক প্রেক্ষাপটের উদাহরণ টেনে ডিএমপি কমিশনার বলেন, পৃথিবীর অনেক দেশে নববর্ষের আয়োজন নির্দিষ্ট স্থানে সীমাবদ্ধ থাকে। বাংলাদেশেও আগামী বছর এমন একটি নির্দিষ্ট স্থানে থার্টি ফার্স্ট উদযাপনের পরিকল্পনা রয়েছে।
তিনি আরও বলেন, নগরবাসীকে সহযোগিতা করতে হবে শব্দদূষণ এবং আতশবাজির মতো অনাকাঙ্ক্ষিত কার্যকলাপ বন্ধে। পুলিশের পাশাপাশি নগরবাসীর সচেতনতা ও সহযোগিতা প্রয়োজন।